দুঃসময় পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদকে। একে তো চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবি, তার ওপর দলে যেন চোটের মিছিল। মৌসুমের এখনও অর্ধেক যায়নি, এর মধ্যে কমপক্ষে হাফ ডজন ফুটবলার চোটে পড়েছেন। এদের অধিকাংশ নিয়মিত একাদশের সদস্য।
চোটের তালিকায় সর্বশেষ নামটি এদুয়ার্দো কামাভিঙ্গা। চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে গত রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৬ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্লাবটির ফরাসি মিডফিল্ডার কামাভিঙ্গা। পরীক্ষা-নিরীক্ষার পর এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। হাঁটুর চোট সেরে সেপ্টেম্বরে মাঠে ফিরেছিলেন কামাভিঙ্গা। দুই মাস খেলতে না খেলতেই ফের মাঠের বাইরে চলে যেতে হলো তাকে।
আগামী তিন সপ্তাহে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে মাদ্রিদের। এ সময়ে লা লিগায় গেতাফে, অ্যাথলেতিক বিলবাও, জিরোনা ও রায়ো ভায়েকানো এবং চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে আতালান্টার বিপক্ষে খেলবে মাদ্রিদ। পুরোটা সময় কামাভিঙ্গাকে ছাড়াই মাঠে নামতে হবে কার্লো আনচেলত্তির দলকে।
কামাভিঙ্গা ছিটকে যাওয়ায় বাড়ল মাদ্রিদের চোটগ্রস্ত খেলোয়াড়ের সংখ্যা। নিয়মিত একাদশের অনেকে ইতোমধ্যে নেই। নামগুলোও ভারী ভারী। দানি কার্ভাহাল, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এদের মিলিতাও, অঁরেলিয়ে চুয়ামেনি, ডেভিড আলাবা—নিয়মিত একাদশের অর্ধেকই যেন নেই। এবার কামাভিঙ্গার চোট লস ব্লাংকোদের কপালে বাড়াল চিন্তার ভাঁজ।
ঠিকানা/এসআর