
নিউইয়র্ক : রোমানা আহমেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন সাবেক এমপি এম এম শাহীন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিশ্বের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি রানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান, বাংলাদেশি আমেরিকান বিশিষ্ট চিকিৎসক শাহদুজ্জামান এমডি, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুনেদ এ খান, অপটিমিস্টসের সাধারণ সম্পাদক নিশাত হক, বিশিষ্ট রিয়েলটর মইনুল ইসলাম, সাপ্তাহিক প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটির প্রয়াত সভাপতি কামাল আহমেদের কন্যা রোমেনা আহমেদ, অনুষ্ঠানের আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব মিনহাজ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিওতে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশি আমেরিকান বিশিষ্ট চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ।

নিউইয়র্ক : ঈদ পুনর্মিলনীতে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের জন্য সংগঠনের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিকতার জন্য প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান, মানবতার ফেরিওয়ালা খ্যাত বাংলাদেশ সোসাইটির প্রয়াত সভাপতি কামাল আহমেদ এবং সেবাধর্মী প্রতিষ্ঠান অপটিমিস্টসকে সম্মাননা প্রদান করা হয়। মাহবুবুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশিষ্ট চিকিৎসক শাহদুজ্জামান। প্রয়াত কামাল আহমেদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার কন্যা রোমেনা আহমেদ। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন এবং তৎকালীন সিলেট পৌরসভার চেয়ারম্যান বাবরুল হোসেন চৌধুরী। অপটিমিস্টসের পক্ষে সম্মাননা সঞ্চায়ক গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিশাত হক। তাকে স্মারক তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল হক, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুনেদ এ খান।

নিউইয়র্ক : সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে সুধী।
অনুষ্ঠানে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের ট্রাস্টি ও উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি রানা ফেরদৌস চৌধুরী। ট্রাস্টিরা হলেন- হাছান চৌধুরী মাসুম, শাহাদত মজুমদার, মুজিবুর রহমান চৌধুরী, শামসাদ হুসাম ও সালেহ আহমেদ। উপদেষ্টারা হলেন- আলতাফ চৌধুরী, মাহবুব রহমান, গোলাম হাছান চৌধুরী, গৌতম দে ও কবীর চৌধুরী।
শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি, শাহ মাহবুব ও তানভীর শাহীন।