Thikana News
১৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ফাঁদে পা দেব না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফাঁদে পা দেব না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছবি : সংগৃহীত
দেশে উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের চক্রান্তের ফাঁদে পা দেওয়া হবে না বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২৬ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

এক পোস্টে বলা হয়, সারাদেশের সম্মানিত আলেম-ওলামাসহ সাধারণ জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি আমরা। কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরই।

আরও বলা হয়, চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় যারা জড়িত, তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

সবশেষে বলা হয়, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। ধৈর্য ধৈর্য এবং ধৈর্য।
ফাঁদে পা দেব না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এর আগে, আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সারাদেশের সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না।

হাসনাত আরও বলেন, আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না।

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কথাও পোস্টে উল্লেখ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক।

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি তুলে তিনি বলেন, কোনো নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স