Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

খালেদা জিয়ার সঙ্গে যেসব কথা হলো মাহফুজ-নাহিদ-আসিফের

খালেদা জিয়ার সঙ্গে যেসব কথা হলো মাহফুজ-নাহিদ-আসিফের ছবি সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলতে দেখা যায় উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে।

বিএনপির মিডিয়া সেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘ম্যাডাম আপনার শরীর কেমন?’ এ সময় খালেদা জিয়া জানান, ‘না, বেশি ভালো না।’

মাহফুজ আলম তখন বলেন, ‘আপনাকে ভালো থাকতে হবে। আপনি সামনে আসলে একটা কনফিডেন্স বের হয়।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার দিয়ে লিখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।’

এ ছাড়া কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে এই উপদেষ্টা তার ফেসবুক পেজে লিখেন, সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ।

এ সময় বিএনপির চেয়ারপারসন জুলাই-আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ হয় খালেদা জিয়ার।

অধ্যাপক ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স