Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা তাজু গ্রেফতার

ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা তাজু গ্রেফতার ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা, মাদক কারবার, চাঁদাবাজি, দখলদারিসহ আধা ডজন মামলার আসামি যুবলীগ নেতা তাজুল ইসলাম তাজুকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব। ১৯ নভেম্বর (মঙ্গলবার) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত আসামি নেত্রকোনার কেন্দুয়া উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে ধানমন্ডি থানা এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-১৪।

র‍্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকালে সাভারের রানা প্লাজার সামনে বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তাজুল।

জানা গেছে, ২০০৫-২০০৬ সালে অস্ত্র ও মাদকসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতারের পর দীর্ঘদিন কারাগারে থাকতে হয় তাজুকে। এছাড়াও ২০১৪ সালে অন্য একটি মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বেপরোয়া তাজুল সম্প্রতি এলাকার ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীদের ওপর হামলা করেন। এ অভিযোগ সাভার মডেল থানায় তাজুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আল আমিন নামের একজন ভুক্তভোগী।

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘গত ৭ আগস্ট তাজুল ও তার সহযোগীরা আমার ইন্টারনেটের মেইন সংযোগ বা সাপ্লাই সংযোগের তার ও বক্সগুলো ভেঙে ফেলেন যেন লাইন সংযোগ দেওয়ায় আমার সমস্যা হয় এবং আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। এ বিষয়ে গত ১৪ আগস্ট মিলিটারি ফার্মে একটি অভিযোগ দায়ের করি। এর পরদিন তাজুল ও তার সহযোগীরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে বেধড়ক পিটুনি দেন এবং প্রায় ৩০ মিনিট আমাকে আটকে রাখেন।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স