গত ডিসেম্বরে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আগমনের পরই বদলে গেছে সৌদি প্রে লিগের চেহারা। এরপর লিগটির প্রতি যেমন আগ্রহ বেড়েছে সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলারদেরও। একের পর এক তারকা ফুটবলারকে ভিড়িয়ে চমক দিচ্ছে এই লিগে খেলা ক্লাবগুলো। এরই ধারাবাহিকতায় এবার সেনেগালের উইঙ্গার সাদিও মানেকে দলে ভিড়িয়ে আল নাসের।
আজ ২ আগস্ট (বুধবার) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আল নাসের কৃর্তপক্ষ। যদিও কত বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মানে সেই বিষয়টি নিশ্চিত করেনি আল নাসের। তবে ধারণা করা হচ্ছে, আগামী তিন বছরের জন্য অন্তত ৩০ মিলিয়ন ইউরোতে তাকে ভিড়িয়েছে ক্লাবটি।
৩১ বছর বয়সী এই তারকা ফুটবলার গত মৌসুমে লিভারপুল থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেয়। যদিও ক্লাবটিও হয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির কাছের হারের পর সতীর্থ লেরয় সানের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান মানে। মূলত সেই কারণেই তাকে ছেড়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ, এমটাই দাবি জার্মান সংবামাধ্যমগুলোর।
অ্যানফিল্ডে ছয়টি শিরোপা জেতা মানের সঙ্গে লিভারপুলের আরও তিন তারকা সৌদি লিগে যোগ দিয়েছেন। রবার্তো ফিরমিনো, ফ্যাবিনহো ও জর্ডান হেন্ডারসন আল আহলি, আল ইত্তিহাদ ও আল ইত্তিফাকে চুক্তি করেছেন। সবমিলিয়ে সতীর্থ হিসেবে মানে পাচ্ছেন পর্তুগিজ তারকা রোনালদোকে। এই দুইজনের জুটি কেমন জুটে, সেটাই এখন দেখার বিষয়।
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
