Thikana News
২৬ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

প্রতারক ও সুবিধাবাজ থেকে সাবধান : সার‌জিস আলম

প্রতারক ও সুবিধাবাজ থেকে সাবধান : সার‌জিস আলম জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার‌জিস আলম। ছবি : সংগৃহীত
দেশবাসীকে প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর অন্যতম আহ্বায়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার‌জিস আলম। একই সঙ্গে নিজের সম্পর্কে কিছু সতর্কতা জানিয়েছেন তিনি।

সারজিস আলম জানিয়েছেন, তার সঙ্গে ছবি থাকা মানেই তারা পরিচিত বা সুসম্পর্কের কেউ বিষয়টি এমন নয়। এর মাধ্যমে সুপারিশ করে কেউ প্রতারণা করার চেষ্টা করলে তাদের কাছ থেকে সাবধান থাকতে বলা হয়েছে। ১৮ জুলাই (সোমবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছেন সারজিস।

তিনি তার ফেসবুক পোস্টে বলেন, আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা :
  • আমার সাথে কারো ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয় ৷ কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই ৷
  • ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না ৷ যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সব সময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক ৷
  • কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি ৷ অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সাথে যায় না ৷ 
  • কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন- সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে ৷ তখনই সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন ৷
সবশেষে প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান থাকতে বলেছেন সারজিস আলম।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স