Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন বৈঠকে

দিল্লি থেকে ঢাকায় আসছেন ২০ দেশের রাষ্ট্রদূত

দিল্লি থেকে ঢাকায় আসছেন ২০ দেশের রাষ্ট্রদূত ছবি সংগৃহীত
আগামী কয়েক দিনের মধ্যে ২০ দেশের রাষ্ট্রদূত দিল্লি থেকে ঢাকায় আসছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূতসহ মোট ২৭ দেশের রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠকের জন্য আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় আসছেন।’

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিই, সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইতালি, হল্যান্ড, জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অনেক দেশের সরকারপ্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়।

তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা। সে সময় নেপাল, মালদ্বীপ, পাকিস্তানসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূতরা নিজ উদ্যোগে আগ্রহী হয়ে আমার সঙ্গে দেখা করে তাদের সরকারপ্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন। তারা সম্পূর্ণ নতুনভাবে আমাদের জন্য সহায়তার নতুন ছক তৈরির কাজ শুরু করেছেন। যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন, তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন।

আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত এক হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেননি উল্লেখ করে তিনি বলেন, দিল্লি থেকে এ বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য আসেননি। এবার এ কাজটি করার পেছনে রয়েছে ইইউর সমর্থন প্রকাশ এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা।

ভাষণে ড. ইউনূস জানান, ইতিমধ্যে তার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, লিবিয়াসহ অনেক দেশের রাষ্ট্রদূত। দ্বিপাক্ষিক নানা সহযোগিতাসহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস তারা দিয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স