Thikana News
২৯ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৮৯

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৮৯ ছবি : সংগৃহীত
এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪১৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৮৯ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৭৯ হাজার ৯৮৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ১৭ নভেম্বর (রবিবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত আটজনের মধ্যে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। বাকি একজন চট্টগ্রাম বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৫১৯ ডেঙ্গু রোগী।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৭৫ হাজার ৫৩৪ জন ছাড়পত্র পেয়েছে। বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৪৫০ ডেঙ্গু রোগী।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স