Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

পাকিস্তানি নারীর চাঞ্চল্যকর দাবি : ডোনাল্ড ট্রাম্প আমার বাবা

পাকিস্তানি নারীর চাঞ্চল্যকর দাবি : ডোনাল্ড ট্রাম্প আমার বাবা ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের কোনো শেষ নেই। যৌন কেলেঙ্কারি, নির্বাচনী দাঙ্গা, পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে গোপন নথি হাতানো সবই তার রাজনৈতিক জীবনের অংশ। এবার সেই বিতর্কের তালিকায় যোগ হলো আরও একটি চমকপ্রদ দাবি। পাকিস্তানি এক নারী জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প নাকি তার জন্মদাতা!

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক পাকিস্তানি নারী উর্দুতে নিজেকে মুসলিম ও পাঞ্জাবি হিসেবে পরিচয় দিচ্ছেন। এরপর তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প তার বাবা।

তিনি আরও জানান, ট্রাম্প একসময় তার মাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছিলেন এবং সন্তানের যথাযথ লালন-পালনের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে, তবে তখন এটি তেমন সাড়া ফেলেনি। ট্রাম্পের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর এটি নতুন করে আলোচনায় এসেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো আলোড়ন তুলেছে।

ভিডিওটি দেখে নেটিজেনরা মজার মন্তব্যের বন্যায় ভাসাচ্ছেন ট্রাম্পকে। কেউ এটিকে রসিকতা বলছেন, কেউ প্যারোডি হিসেবে দেখছেন। আবার কেউ এর মজার দিকটি উপভোগ করছেন।

একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘শুধু পাকিস্তানেই এমন আত্মবিশ্বাসে কেউ ট্রাম্পকে বাবা দাবি করতে পারে!’ আরেকজন মন্তব্য করেছেন, ভাবুন, ট্রাম্প আর তার ‘পাঞ্জাবি’ মেয়ে থ্যাঙ্কসগিভিং ডিনারে একসঙ্গে বসে আছেন। এটা হবে অবিস্মরণীয় একটি দৃশ্য!’ তৃতীয়জন যোগ করেন, ২০১৮ সালে এই ভিডিওটিকে কেউ গুরুত্ব দেয়নি, আর এখন এটি কমেডির সেরা উপাদান হয়ে উঠেছে।

ভিডিওটির দাবির সত্যতা নিয়ে কোনো প্রমাণ নেই। তবে এটি স্পষ্ট, সামাজিক মাধ্যমে এমন অদ্ভুত ও মজাদার কনটেন্টই ভাইরাল হওয়ার উপযুক্ত উপাদান। ট্রাম্পের সঙ্গে সম্পর্কের এ দাবি যেমন বাস্তবতার বাইরে, তেমনি এটি নেটিজেনদের বিনোদনের কারণ হিসেবেও জায়গা করে নিয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স