Thikana News
১৫ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪


 

পুতিনকে হত্যার আহ্বান জানানো রুশ নারীর ৮ বছরের কারাদণ্ড

পুতিনকে হত্যার আহ্বান জানানো রুশ নারীর ৮ বছরের কারাদণ্ড আনাস্তাসিয়া বেরেজিনস্কায়া। ছবি: সংগৃহীত


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার আহ্বানসহ রুশ সেনাদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে এক থিয়েটার পরিচালককে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত।

মস্কো টাইমসের প্রতিবেদন বলছে, ৪৩ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজিনস্কায়ার বিরুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীকে বদনাম করা, বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর পাশাপাশি 'সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেওয়ার' অভিযোগ আনা হয়।

বেরেজিনস্কায়া বলেছিলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় আগ্রাসনের পর প্রথম মাসগুলোতে রুশ সেনারা ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যা ও শহরগুলো ধ্বংস করেছে।

সেই সময় পুতিনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, 'ওই হারামজাদাকে ধ্বংস করে দাও। পৃথিবীর বুক থেকে তাকে মুছে দাও।'

আদালতে বেরেজিনস্কায়া আংশিক দোষ স্বীকার করেছেন। তবে শীর্ষ রুশ নেতাকে হত্যার আহ্বানটি 'সত্যিকারের আহ্বান' ছিল না বলে দাবি করেছেন।

মস্কো প্রায় তিন বছরের যুদ্ধে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে। তারা এটিকে 'বিশেষ সামরিক অভিযান' বলে জোর দিয়ে আসছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স