Thikana News
১৫ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪


 

গ্রেট আমেরিকা গড়তে ট্রাম্পের ২০ প্রতিশ্রুতি

গ্রেট আমেরিকা গড়তে ট্রাম্পের ২০ প্রতিশ্রুতি ছবি: সংগৃহীত


আমেরিকাকে আবার গ্রেট আমেরিকা করার জন্য বদ্ধপরিকর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে গ্রেট হিসেবে তৈরি করার জন্য তিনি নির্বাচনের আগেই তিনি ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ শিরোনামে বিভিন্ন উদ্যোগের কথা বলেছিলেন। তিনি কী কী করবেন, এর একটি পরিকল্পনাও প্রকাশ করেন। এ জন্য ট্রাম্প ২০টি প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করতে চান।
আমেরিকাকে আবার গ্রেট আমেরিকায় পরিণত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাগুলো হচ্ছে : ১. সীমান্ত সিল করে দেবেন এবং অভিবাসীদের আক্রমণ বন্ধ করবেন। ২. আমেরিকান ইতিহাসে সবচেয়ে বড় নির্বাসন (ডিপোর্টেশন) অপারেশন পরিচালনা করবেন। ৩. মুদ্রাস্ফীতি বন্ধ করবেন এবং আমেরিকাকে আবার সাশ্রয়ী করার উদ্যোগ নেবেন। ৪. আমেরিকাকে বিশ্বে প্রভাবশালী শক্তি উৎপাদনকারী করে গড়ে তুলবেন। ৫. আউটসোর্সিং বন্ধ করবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ারে পরিণত করবেন। ৬. কর্মীদের জন্য বড় ট্যাক্স কাট সুবিধা দেবেন এবং টিপসের ওপর কোনো ট্যাক্স দিতে হবে না। ৭. আমাদের সংবিধান, আমাদের অধিকার বিল এবং আমাদের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে হবে। বাকস্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এবং অস্ত্র বহন করার ক্ষমতা ও অধিকার রক্ষা করা হবে। ৮. তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে হবে, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার করতে হবে। আমাদের দেশজুড়ে একটি গ্রেট আয়রন ডোম মিসাইল ডিফেন্স শিল্ড গড়ে তুলতে হবে- পুরোটাই আমেরিকায় তৈরি। ৯. আমেরিকান জনগণের বিরুদ্ধে সরকারের অস্ত্রায়ণ বন্ধ করতে হবে। ১০. অভিবাসী অপরাধের মহামারি বন্ধ করতে হবে, বিদেশি ড্রাগ কার্টেল ধ্বংস করতে হবে, গ্যাং ক্রাশ করতে হবে, সহিংসতা এবং হিংসাত্মক অপরাধীদের লকআপ করতে হবে। ১১. ওয়াশিংটন ডিসিসহ আমাদের শহরগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। তাদের নিরাপদ রাখতে হবে এবং পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে হবে। ১২. আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে এবং আধুনিকীকরণ করতে হবে, এটি তৈরি করতে হবে কোনো প্রশ্ন ছাড়াই। সবচেয়ে শক্তিশালী করার পাশাপাশি এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি হিসেবে গড়ে তুলতে হবে। ১৩. মার্কিন ডলারকে বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসাবে রাখতে হবে। ১৪. কোনো কাট ছাড়াই সামাজিক নিরাপত্তা সুবিধা বহাল এবং চিকিৎসার জন্য মেডিকেয়ারের জন্য লড়াই করতে হবে। মেডিকেয়ার বহাল রাখতে হবে কোনো কাটছাঁট ছাড়াই এবং রিটায়ারমেন্ট বয়স চেঞ্জ করা হবে না। ১৫. বৈদ্যুতিক যানবাহন ম্যান্ডেট বাতিল করতে হবে এবং ব্যয়বহুল ও ভারী প্রবিধানগুলো হ্রাস করতে হবে। ১৬. সমালোচনামূলক রেস থিওরি, র‌্যাডিক্যাল লিংকে চাপ দেওয়া যেকোনো স্কুলের জন্য ফেডারেল ফান্ডিং কাটতে হবে। ১৭. মহিলাদের খেলাধুলা থেকে পুরুষদের দূরে রাখতে হবে। ১৮. হামাসপন্থী র‌্যাডিক্যালদের নির্বাসন করতে হবে এবং আমাদের কলেজ ক্যাম্পাসকে আবার নিরাপদ করতে হবে ও দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে। ১৯. একই দিনের ভোট, ভোটার শনাক্তকরণ, কাগজের ব্যালটসহ আমাদের নির্বাচনকে সুরক্ষিত করতে হবে এবং ভোটার আইডেন্টিফিকেশন নিশ্চিত করতে হবে। ২০. আমাদের দেশকে একত্রিত করে এটিকে নতুন এবং রেকর্ড সাফল্যের স্তরে নিয়ে আসতে হবে।
ট্রাম্প তার এই ২০টি বিষয় অগ্রাধিকার ভিত্তিতে করে গ্রেট আমেরিকা তৈরি করবেন। এই পরিকল্পনা সফল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগের কথাও তার পরিকল্পনার রূপরেখায় বলেছেন। আগামী ২০ জানুয়ারি তিনি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ওই দিন তার শপথ ও অভিষেক অনুষ্ঠান হবে। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার পর ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ পরিকল্পনা বাস্তবায়নে নানামুখী উদ্যোগ নেবেন। সীমান্তে দেয়াল তৈরির কাজ শুরু, অবৈধ অনুপ্রবেশ রোধ, অবৈধ বাসিন্দার সুবিধা বন্ধ, ডিপোর্টেশনসহ বেশ কয়েকটি কাজ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন শুরু করবেন। ইনফ্ল্যাশন কমানোরও উদ্যোগ নেবেন।

কমেন্ট বক্স