Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যে বার্তা দিল জাতিসংঘ

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যে বার্তা দিল জাতিসংঘ ছবি : সংগৃহীত
জাতিসংঘের সভা-সমাবেশের অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশে বলেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। ৩১ জুলাই (সোমবার) রাত সাড়ে ১১টার দিকে টুইটে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে ক্লেমো ভউল এই আহ্বান জানান। 

বাংলাদেশের পতাকাজুড়ে দেওয়া ওই টুইটে তিনি লেখেন, ‘চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেপ্তারের মাত্রা বাড়ছে, এ অবস্থায় সকল পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

ক্লেমো ভউল আরও লিখেছেন, দায়িত্বশীল সংস্থাগুলোকে বলব তারা যেন সভা-সমাবেশের অধিকার নিশ্চিতে কাজ করে এবং বাড়তি বাহিনী মোতায়েন না করে। এদিকে বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি সহিংসতা ও হামলার ঘটনায় পুঙ্খানুপুঙ্খ-স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।



ঠিকানা/এম

কমেন্ট বক্স