Thikana News
২৯ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

সংযোগ

সংযোগ
শব্দরা অভিবাসী
পর্বতবাসী, বনচারী, মরু আসমানে পলল জমিনে
কিছুই নিষিদ্ধ নয়, গোল্লাছুট ধরণিতে
নিরাপদে অবতরণ, তারপর...।

বাক্য বিশৃঙ্খল
দ্রুত বোধ কাজ করে সাবলীল বিচরণে
বন্ধনে চুরি-চামারি? আকাক্সক্ষায় মোড়ামুড়ি
আহ্বানে অনিশ্চয়তা, তারপর...।

আতঙ্ক ক্ষতিকর
বাধাবন্ধনহীন, ভারসাম্য তরঙ্গ রঙ্গে
নিষেধাজ্ঞা কণ্ঠে, সত্য ভাষণে
আরব-বঙ্গে, তারপর...।

অবজ্ঞার অনুরণন
ঘূর্ণিবায়ুর আবর্তন, স্বাচ্ছন্দ্য অভাবনীয় সাইক্লোন
দানব গর্তে, সর্বসম্মত বৈষম্যের অনুকরণ
ধান্ধা সাধনায়, আদ্যোপান্ত বিশ্বাসে...।
 

কমেন্ট বক্স