Thikana News
২৪ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ট্রাম্প প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পালন করবেন ক্রিস্টি নোয়েম

ট্রাম্প প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পালন করবেন ক্রিস্টি নোয়েম ক্রিস্টি নোয়েম। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রীর (হোমল্যান্ড সিকিউরিটি) দায়িত্ব পেতে যাচ্ছেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম। ১২ নভেম্বর (মঙ্গলবার) সিএনএন এর খবরে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়েছে, ক্রিস্টি নোয়েম ট্রাম্পের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) হতে পারেন বলে নির্বাচনের আগে আলোচনা ছিল। ২০২২ সালের নির্বাচনে বড় জয় নিয়ে দ্বিতীয় মেয়াদে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হন ক্রিস্টি। করোনা মহামারির সময় নিজের অঙ্গরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন।

গত এপ্রিলে প্রকাশিত স্মৃতিচারণামূলক এক বইয়ে ক্রিস্টি লেখেন, নিজের বাড়িতে ‘অবাধ্য’ একটি কুকুরকে গুলি করে হত্যা করেন তিনি। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দেশটির জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে অভিবাসন ও দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলো দেখভাল করে। এ ছাড়া সিক্রেট সার্ভিসও এই বিভাগের অধীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তবে এর আগেই অনুগত ও মিত্রদের নিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন তিনি। সবার আগে তিনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে তার প্রচারশিবিরের কো–চেয়ার সুজি ওয়াইলসের নাম ঘোষণা করেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স