Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। ১২ নভেম্বর (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর উপজেলার সোনারামপুর ইউপির শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

টেঁটাবিদ্ধ আহতদের মধ্যে নরসিংদী বেসরকারি হাসপাতাল ও গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শান্তিপুর গ্রামে শিবু ও আজগর আলী গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপের কয়েকশ দাঙ্গাবাজ টেঁটা, রামদা, ঢাল, সুরকি, ইট, পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তবে আহতদের নাম ও পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

এই ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোরশেদ আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার বিরোধকে কেন্দ্র করে সমস্যা হয়েছিল। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স