Thikana News
০২ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫

বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচ বরিশাল-রাজশাহী 

বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচ বরিশাল-রাজশাহী  ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর থেকে। সাত দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। ১২ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ভিডিওর মাধ্যমে এবারের বিপিএলের সূচি ঘোষণা করে। 

বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যেখানে বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে লড়াই হবে।

প্রথম আটটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্ব হবে চট্টগ্রামে, যেখানে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও ১২টি ম্যাচ হবে। 

শেষ পর্ব ও ফাইনাল পর্যায় হবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ এবং একই দিনে রাতেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ৫ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএল আসরে নতুন ও পুরাতন দলের সংমিশ্রণ রয়েছে। দীর্ঘ বিরতির পর ফিরে এসেছে চিটাগং কিংস এবং নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। 

এদিকে, পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল খেলবে। তবে রাজনৈতিক পরিস্থিতি এবং নানা জটিলতার কারণে এবার থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবারের বিপিএল আসরে টিকিটের ভোগান্তি কমাতে বিসিবি ই-টিকেট ব্যবস্থা চালু করেছে, যা ক্রিকেটপ্রেমীদের ঘরে বসেই টিকিট ক্রয়ের সুযোগ করে দেবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স