Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

ফিল্ম সিটি থেকে‘বঙ্গবন্ধু’র নাম বাদ দেওয়া হচ্ছে 

ফিল্ম সিটি থেকে‘বঙ্গবন্ধু’র নাম বাদ দেওয়া হচ্ছে  ছবি : সংগৃহীত
গাজীপুরের কবিরপুরে অবস্থিত বঙ্গবন্ধু ফিল্ম সিটির নাম পরিবর্তন করা হচ্ছে। প্রাথমিকভাবে এর নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। গেল ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএফডিসি কর্তৃপক্ষ দেশের সর্ববৃহৎ এই ফিল্ম সিটির নাম পরিবর্তনের প্রস্তাব দেয়।

এ প্রসঙ্গে ফিল্ম সিটির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ‘নাম পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পাশ হয়নি। প্রস্তাবনায় বলা হয়েছে নতুন নাম হবে বাংলাদেশ ফিল্ম সিটি। তবে লিখিতভাবে এখন আমরা কোথাও আগের নামটি ব্যবহার করছি না। এফডিসি থেকে নির্দেশ আছে কবিরপুরস্থ বাংলাদেশ ফিল্ম সিটি বলতে।’

জানা যায়, ১৯৮০ সালে ফিল্ম সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেসময় এর নাম হিসেবে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’ রাখার প্রস্তাবই চূড়ান্ত ছিল।

এ প্রসঙ্গে নাসির উদ্দিন আরও বলেন, ‘১৯৮০ সালে যখন ফিল্ম সিটি নির্মাণে উদ্যোগ নেয়া হয় তখন এই নামটিই ছিল। ২০১৫ সালে থেকে “বঙ্গবন্ধু ফিল্ম সিটি” রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সবকিছু পরিবর্তন হচ্ছে, বাকিটা সবারই জানা আছে।’

উল্লেখ্য, ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১০৫ একর (৩১৭ বিঘা) জমির ওপর এই ফিল্ম সিটি অবস্থিত। তবে প্রকল্পের পুরো কাজ শেষ হবে ২০২৮ সালে। যেখানে থাকবে শিল্পীদের শুটিংয়ের জন্য আধুনিক সুযোগ-সুবিধা। একইসঙ্গে আধুনিক সব শুটিং স্পট, ফ্লোর, ভিএফএক্স, যন্ত্রপাতি ও স্টুডিও।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ভাষ্য, ফিল্ম সিটি পুরোপুরি চালু হলে দেশে মানসম্পন্ন সিনেমা নির্মিত হবে। শুটিং করতে বিদেশ নির্ভরতাও কিছুটা কমবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স