দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা দিল্লি গণেশ আর নেই। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ১০ নভেম্বর (রবিবার) সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
১৯৪৪ সালে তামিলনাড়ুর তিরুনেভেলিতে জন্ম দিল্লি গণেশের। জন্মসূত্রে তার নাম গণেশান। তবে পরিচালক কে বালাচন্দর তাকে দিল্লি গণেশ নামটি দেন। সাতের দশকে তামিল সিনেমার জগতে নিজের সফর শুরু করেন অভিনেতা।
সময়ের সঙ্গে সঙ্গে তামিল ইন্ডাস্ট্রির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন তিনি। ৪০০টিরও বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন দিল্লি গণেশ। সিরিয়ালেও দেখা গেছে তাকে। তামিল বাদে মালয়ালম, তেলুগু এবং হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
রোহিত শেঠির পরিচালনায় শাহরুখ খানের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছিলেন গনেশ। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছাড়াও অভিনেতাকে দেখা গিয়েছিল অনুভব সিনহা পরিচালিত ‘দাস’ এবং রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’তে।
বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকাহত দক্ষিনী ইন্ডাস্ট্রি। অভিনেতা আর. মাধবন শোকপ্রকাশ করে লিখেছেন, ‘একজন দুর্দান্ত অভিনেতা এবং অত্যন্ত ভালো মনের মানুষ স্বর্গত হয়েছেন। সেখানকার বাসিন্দাদেরও প্রচুর আনন্দ দেবেন।
আপনাকে খুব মিস করব স্যর। অনন্তকালের জন্য শান্তি কামনা করি।’
অভিনেতা বিজয় সেতুপতি শোক প্রকাশ করে লেখেন, ‘দিল্লি গণেশ স্যরের চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তামিল সিনেমার বহুমুখী প্রতিভাদের মধ্যে অন্যতম। এই শূন্যতা পূরণ করা খুবই কঠিন। তার পরিবার, অনুরাগী ও বন্ধুদের জন্য গভীর সমবেদনা রইল।’
দিল্লি গনেশের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন রজনীকান্ত, থালাপতি বিজয়, কার্থিসহ একাধিক তারকা। দিল্লি গণেশের শেষকৃত্য আগামীকাল ১১ নভেম্বর (সোমবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
ঠিকানা/এএস