Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে খিচুড়িভোজ

ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে খিচুড়িভোজ ছবি সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার খবরে গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়িভোজের আয়োজন করেছেন যুবকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে তিন শতাধিক লোকের জন্য খিচুড়ির আয়োজন করা হয়।

জানা যায়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশি বংশোদ্ভূত বাগেরহাটের মোরেলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বারও। হিমুর অপর বন্ধু খিচুড়িভোজের আয়োজক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন। স্থানীয় যুবসমাজকে নিয়ে গিয়াস উদ্দিনের বাড়িতেই খিচুড়ি রান্না করে এ ভোজের আয়োজন করা হয়। উপস্থিত যুবসমাজের এ আনন্দে তৈরি হয় এক মিলনমেলার।

বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে এ বিজয় অর্জন করেন তিনি।

গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। তিনি আমাকে কথা দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা যুবকরা ভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স