ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন জে মোল্লা সানি। গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মো. ফখরুল ইসলাম দেলোয়ার ঠিকানাকে জানান, জে মোল্লা সানি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। যেহেতু ফ্রেন্ডস সোসাইটি একটি সামাজিক সংগঠন , সেহেতু সানির পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে ধরে নিয়েছি। তিনি উল্লেখ করেন- জে মোল্লা সানি বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রুহুল-জাহিদ প্যানেলের হয়ে কাজ করেছেন। নির্বাচনে ওই প্যানেলের ভরাডুবি হয়েছে। এসব কারণে নিজের ইমেজ ধরে রাখতে তিনি ফ্রেন্ডস সোসাইটি থেকে হয়তো পদত্যাগ করেছেন।
ফখরুল ইসলাম দেলোয়ার মনে করেন, ফ্রেন্ডস সোসাইটি একটি ঐতিহ্যবাহী সংগঠন। ব্যক্তির চেয়ে সংগঠনের মর্যাদা বেশী। তিনি না থাকলেও সংগঠন চলবে। তারপরও তিনি ব্যক্তিগত যেসব কারণ দেখিয়েছেন, তেমন কিছু হলে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের আগে অথবা পরে পদত্যাগ করতে পারতেন। অথচ তার সমর্থিত প্যানেল হারার পরদিনই তিনি ফ্রেন্ডস সোসাইটি থেকে পদত্যাগ করলেন, এটা অপ্রত্যাশিত।
পদত্যগের কারণ সম্পর্কে জানতে চাইলে জে মোল্লা সানি ঠিকানাকে বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে গত তিন মাস ব্যস্ত ছিলে। নিজ ব্যবসা ও পরিবারকে সময় দিতে পারেননি। এ গ্যাপ পূরণ করতে তার ৬ মাসের বেশি সময় লাগবে। এমতাবস্থায় সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন সম্ভব নয় বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
এদিকে গঠনতন্ত্র অনুযায়ী ফ্রেন্ডস সোসাইটির যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ফখরুল ইসলাম দেলোয়ার।
রিজু মোহাম্মদ ঠিকানাকে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে চান না। তিনি চান, পরবর্তী কার্যকরী পরিষদের সভায় জে মোল্লা সানির পদত্যাগপত্র নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক।