Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ ছবি সংগৃহীত
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এবং কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান।

ইউশা রহমান বলেন, ‘পুরো কমিশনই পদত্যাগ করেছে। চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে কমিশনের পাঁচজন সদস্যও পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

কামাল উদ্দিন আহমেদ ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১০ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে পদত্যাগ করা কমিশনের সদস্যরা হলেন মো. সেলিম রেজা, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ ও ড. তানিয়া হক।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স