Thikana News
০৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কমলার হ্যারিসের ওয়াচ পার্টি পরিত্যক্ত

কমলার হ্যারিসের ওয়াচ পার্টি পরিত্যক্ত ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের নির্বাচনি রাতের পার্টির স্থানে ভিন্ন চিত্র দেখা গেছে। খবর বিবিসির।

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা থাকলেও, তিনি ঘোষণা করেছেন যে তিনি আর বক্তব্য দেবেন না। এরপর উপস্থিত সবাই ফাঁকা চেয়ার ও পতাকা ফেলে ফিরে যান।

এই মুহূর্তে ট্রাম্পের জয়ের সম্ভাবনা উজ্জ্বল, কারণ তিনি বেশিরভাগ সুইং স্টেটে এগিয়ে আছেন এবং সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন। এ অবস্থায় কমলা হ্যারিস সমর্থকদের উদ্দেশে পূর্বনির্ধারিত বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবিসি জানিয়েছে, কমলার প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আজ রাতে কমলা হ্যারিস কোনো বক্তব্য দেবেন না।
 
এই ঘোষণার পরপরই ডেমোক্রেটিক সমর্থকরা কমলার কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেন। বড় পর্দায় ভোটের ফলাফল দেখানো হচ্ছিল। ঠিক তখনই ট্রাম্পের সুইং স্টেটগুলোর প্রাথমিক বিজয়ের খবর আসে, আর তার পরই কমলার প্রচার শিবির থেকে বক্তব্য প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

বিবিসির আরেক প্রতিবেদন অনুযায়ী, গুরুত্বপূর্ণ সাতটি সুইং স্টেটের মধ্যে পাঁচটিতে ট্রাম্প এগিয়ে আছেন, একটিতে এগিয়ে আছেন কমলা হ্যারিস, এবং একটি রাজ্যের ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স