যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে আজ কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান? কমালা হ্যারিস, নাকি ডোনাল্ড ট্রাম্প- কাকে বেছে নেবেন আমেরিকার ভোটাররা? ইতোমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফল ঘোষণা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ফক্স নিউজের লাইভ পূর্বাভাসে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন। ট্রাম্প ২৩২ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২১৬ ইলেক্টোরাল ভোট।
এ ছাড়া আল জাজিরার পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০৫টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের পূর্বাভাস বলছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা এপির পূর্বাভাসেও অনেক ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।
এ ছাড়া বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিতি পাওয়া অধিকাংশ সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
এখন পর্যন্ত ট্রাম্প জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেইনিয়ায় এগিয়ে আছেন। এসব রাজ্যে বেশিরভাগ ভোট গণনা করা হয়ে গেছে। অ্যারিজোনা ও উইসকনসিনেও ট্রাম্প ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। এ দুই রাজ্যে অর্ধেকের বেশি ভোট গণনা হয়েছে।
আর হ্যারিস এগিয়ে রয়েছেন শুধু মিশিগানে, সেখানে ৩২% ভোট গণনা হয়েছে। এসব পূর্বাভাস সঠিক হলে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।
ঠিকানা/এসআর