Thikana News
০৭ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪




 

টেকনাফে নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি 

টেকনাফে নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি  ছবি : সংগৃহীত


কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ১৩ টি নৌকা ও ২টি ইঞ্জিন চালিত বোটসহ ২০ বাংলাদেশি জেলেকে মিয়ানমার বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যায়। ৫ নভেম্বর (মঙ্গলবার) বিকালে জেলেরা সাগরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেন সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুস সালাম। তবে তাৎক্ষণিকভাবে আটক বাংলাদেশি জেলেদের নাম জানা যায়নি। 

আব্দুস সালাম মেম্বার বলেন, ৫ নভেম্বর (মঙ্গলবার) বিকালের দিকে টেকনাফ, কুতুপালং ও শাহপরীর দ্বীপের ২০ জন বাংলাদেশি জেলে মাছ ধরার জন্য নাফ নদী দিয়ে সাগরে যাচ্ছিল। এ সময় তারা ভুলবশত এপারের সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী পার হলে শাহপরীর দ্বীপের ওপারের মিয়ানমারের সীমান্ত থেকে ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট সহ সশস্ত্র অবস্থায় আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ভুগছেন। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স