Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৭০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৭০ ছবি : সংগৃহীত
এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩২৬ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৭০ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬৭ হাজার ১৩৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ৫ নভেম্বর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের। অন্য দুজন চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৩০৫ ডেঙ্গু রোগী।

এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৬২ হাজার ৬১০ জন ছাড়পত্র পেয়েছে।
বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৫২৮ ডেঙ্গু রোগী। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স