Thikana News
২৪ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ইউরোপের যে ক্লাবে খেলার প্রস্তাব পেলেন সাবিনা

ইউরোপের যে ক্লাবে খেলার প্রস্তাব পেলেন সাবিনা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি : সংগৃহীত
সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্যের নায়ক ঋতুপর্ণা চাকমা আর টানা দুই সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুনকে প্রস্তাব দিয়েছে ইউরোপের একটি ক্লাব। ঋতুপর্ণা প্রস্তাবের কথা জানিয়েছিলেন, এবার সাবিনা ফাঁস করেছেন ক্লাবের নাম।

জানা গেছে, উত্তর ম্যাসিডোনিয়ান নারী লিগের শীর্ষ ক্লাব ব্রেরা তিভেরিজার কাছ থেকে প্রস্তাব পেয়েছেন সাবিনা ও ঋতুপর্ণা। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ২ নভেম্বর (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ কথা জানিয়ে সাবিনা বলেছেন, ‘ঋতুপর্ণা এবং আমি উত্তর ম্যাসেডোনিয়ার একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। কারণ ভিসার জটিলতা থাকতে পারে।’

প্রস্তাব করা দলটি এখন সেখানকার লিগ টেবিলের শীর্ষে রয়েছে জানিয়ে সাবিনা আরও বলেন, ‘তারা (ব্রেরা তিভেরিজা) প্রথমে চারজন খেলোয়াড়ের কথা জানায়, কিন্তু পরবর্তীতে দুইজন খেলোয়াড়ের কথা বলে।’

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ভিনদেশি ক্লাবে খেলেছেন সাবিনা। ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসি ও পরে কর্ণাটকের ক্লাব কিকস্টার্ট এফসির জার্সিতে দেখা যায় তাকে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স