Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

দুর্দান্ত পারফরমার সাফজয়ী ঋতুপর্ণা ইউরোপের ক্লাবে ডাক পেলেন 

দুর্দান্ত পারফরমার সাফজয়ী ঋতুপর্ণা ইউরোপের ক্লাবে ডাক পেলেন  ছবি : সংগৃহীত
সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম করে ব্যাপক সাড়া ফেলেছেন ঋতুপর্ণা চাকমা। ফাইনালের সেই বাঁকানো শটের গোলের পাশাপাশি জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। চারদিকে ঋতুপর্ণার বন্দনা। এরই মধ্যে অন্তত দুটি বিদেশি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন এই সাফকন্যা।

সাফ চলাকালীনই ভারত এবং ইউরোপের ক্লাব থেকে তার কাছে প্রস্তাব এসেছে। ঋতুপর্ণার ভাষায়, আমি কিন্তু এই সাফ চলাবস্থায় ভারতের একটি ক্লাব ও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি।

এর আগে ভারতের ক্লাবের হয়ে খেলেছেন সাবিনারা। তবে ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব আসা বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিরাট ঘটনা। আপাতত ক্লাবের নাম প্রকাশ করতে চাননি এই সাফকন্যা, এটা এখনই বলা বারণ আছে। সব কিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাব। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স