ফাইনালে পুরানের ব্যাটে উঠল সাইক্লোন। মাত্র ১৬ বলে অর্ধশত রান। এরপর ৪০ বলে শতরান হাঁকালেন। তার এই ইনিংসে ফ্র্যাঞ্চাইজি লিগে সব রেকর্ড তছনছ হয়ে গেল। ২৪ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয়ে মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ানস নিউইয়র্ক।
৩০ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় ডালাসে অনুষ্ঠিত ফাইনালে নিউইয়র্ক হারিয়েছে আসরের ফেবারিট দল সিয়াটল অর্কাসকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ফ্র্যাঞ্চাইজি মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উদ্বোধনী সংস্করণে পা রেখেই পেল সাফল্য।
১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় এমআই নিউইয়র্ক। তবে তিনে নেমে পুরান তাণ্ডব শুরু করেন। ৫৫ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১৩৭ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এতে সহজেই জয় পায় নিউইয়র্ক।
ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস নিউইয়র্ক। ট্রেন্ট বোল্ট, রশিদ খানদের বিরুদ্ধে নয়টি চার ও চারটি ছয়ে ৫২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি’কক। ডি’কক ছাড়া বাকিদের ব্যাট সেভাবে চলেনি। শুভম রানজানে (২৯) এবং ডোয়েন প্রিটোরিয়াস (২১) কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন। সুবাদে ৯ উইকেটে ১৮৩ রানের পুঁজি পায় সিয়াটল অর্কাস। মুম্বাই নিউইয়র্কের পক্ষে মাত্র ৯ রান খরচায় ৩ উইকেট নেন রশিদ খান। ৩৪ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট।
১৮৪ রান তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খায় নিউইয়র্ক। খাতায় রান যোগ হওয়ার আগেই সাজঘরে পা বাড়ান স্টিভেন টেলর। কিন্তু প্রাথমিক ধাক্কায় দলে সেভাবে প্রভাব ফেলতে দিলেন না ক্যাপ্টেন নিকোলাস পুরান। মাঠে নেমেই দ্রুত রান তোলার দিকে মনোযোগ দেন তিনি।
যোগ্য ক্যাপ্টেন হিসেবে দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মাত্র ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মাত্র তিন উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউইয়র্ক। এর মধ্য দিয়ে প্রথম সংস্করণ জিতে মেজর লিগ ক্রিকেটে ইতিহাসে গড়ে ফেলল এমআই নিউইয়র্ক।
ঠিকানা/এনআই