টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় নিজেদের সমস্যার কথা তুলে ধরেন ফুটবলাররা। এ সব সমস্যা লিখিত ভাবে উপস্থাপনের অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। ২ নভেম্বর (শনিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে এ কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে নারী ফুটবলারদের সমস্যার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। যেন আমরা খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি।
এর আগে, বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর (বুধবার) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। পরে তারা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন। তখন তাদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।
ঠিকানা/এএস