নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। সেই দলটিকে আজ সংবর্ধনা দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরইমধ্যে প্রধান উপদেষ্টার সংবর্ধনা নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন সাফজয়ী নারী ফুটবল দল।
যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ। সেই ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। সাফজয়ী ফুটবলারদের বাইরে সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান কোচ পিটার বাটলার ও দলের ম্যানেজার মাহমুদা অনন্যাকে। তবে এই সংবর্ধনায় থাকতে পারবেন না কোনো বাফুফে কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টার সংবর্ধনায় যোগ দিতে ২ নভেম্বর (শনিবার) সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করে। সাফজয়ীদের জন্য বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের কন্টিনজেন্ট ছিল ৩২ জনের। ২৩ জন খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তা ছিলেন ৯ জন। প্রধান উপদেষ্টার বাসভবনে কোচিং স্টাফের মধ্যে শুধু হেড কোচ ও কর্মকর্তাদের মধ্যে ম্যানেজার যাচ্ছেন। গোলরক্ষক কোচ, সহকারী কোচ, ফিজিও, মিডিয়া অফিসার যেতে পারেননি।
বিগত সরকারের সময়ও নারী দলকে ডেকে সম্মাননা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে তখন ফেডারেশনের কর্মকর্তারাও যেতেন। নারী ফুটবলে অবদান না থাকলেও অনেকে সম্পৃক্ত হতেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বলে। তবে এবার সেটি হচ্ছে না। কেবল নারী ফুটবলারদের কাছ থেকেই সাফল্যের কথা শোনবেন প্রধান উপদেষ্টা।
এর আগে, গত বুধবার নেপালকে তাদের মাটিতে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার দেশে ফেরে সাফজয়ীরা। ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয় বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে পুরস্কার হিসেবে সাফজয়ীদের হাতে এক কোটি টাকা পুরস্কার তুলে দেন তিনি।
ঠিকানা/এএস