Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


মানুষ আসলে কী চায় তা নিজেও জানে না!

মানুষ আসলে কী চায় তা নিজেও জানে না!



 
সুখ মনের ব্যাপার। টাকা সব সময় সুখ দিতে পারে না, আবার টাকা কিছু কিছু ক্ষেত্রে সুখ বয়ে আনে। কিন্তু মনে যদি সুখ না থাকে, জীবনটাই অর্থহীন লাগে, আর মনে আনন্দ থাকলে কোনো কিছুতে অনীহা লাগে না। গরিব লোক একমুঠো পেটভরে খেতে পারলে ভাবে সুখী, আর ধনী লোক পেটভরে ভালো-মন্দ খেয়েও থাকে অসুখী। কারণ, সে মানসিক অশান্তিতে থাকে।
সুখটা একান্তই নিজের ইচ্ছার ওপর নির্ভর করে। কেননা ব্যক্তিভেদে সুখ একেকজনের কাছে একেক রকম। কেউ তার মনের আশা পূরণ হলে হয় সুখী। কেউ কাউকে মনের মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে হয় সুখী। আবার কেউ কোনো লোকের সঙ্গে কথা বলে বা কেউ কাউকে খাওয়াতে পারলে হয় সুখী। কেউ অন্যের কথা রাখতে পারলে হয় সুখী, আবার কেউ গরিবকে সাহায্য করে হয় সুখী।
মানুষের সহজাত প্রবৃত্তি হলো অপরকে সুখী ভাবা আর নিজেকে দুঃখী ভাবা। মানুষ এই সুখী আবার এই দুঃখী। ধরুন, একজন লোক এই হাঁটছে, কথা বলছে, হাসি-তামাশাও করছে। হঠাৎ শুনতে পেল, অমুক ভালো কিছু করছে, তখন তার হার্টবিট বাড়তে শুরু করল। অমুক পারল, আমি কেন পারলাম না। আমার কপালে ভালো কিছু মেলে না। শুরু হলো চিন্তা, বাড়তে শুরু করল মাথাব্যথা। অস্বস্তি গেল বেড়ে। মাঝেমধ্যে হাই তোলে আর আল্লাহ আল্লাহ করে। নিজের মতো দুঃখী আর কাউকে ভাবে না। মানুষ আসলে কী চায়, তা নিজেও জানে না! যা চায় তা পেলেও আরও চায়।
চাওয়া জিনিস পেলেও সুখী হয় না। তার যা আছে, তাতে মোটেও সুখী নয়। যে নতুন সানগ্লাস পরে নতুন স্বপ্ন দেখে, তার জন্য স্বপ্ন হয়ে যায় পাহাড়। কোনোভাবেই আর স্বপ্ন পূরণ হয় না। এর অনেক জ্বলন্ত প্রমাণ আছে। একবার এক লোক বিদেশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করল : আল্লাহ, আমি যে দেনা করে এসেছি, তা যেন শোধ করতে পারি। তার দেনা শোধ হলো। তখন সে বলল, আল্লাহ, একটা বাড়ি যেন করতে পারি। বাড়িও করল। এবার শুরু হলো ঢাকায় জমি কেনার পালা। তার আশা গেল বেড়ে, সেই সঙ্গে দুঃখও। রাতে শুলে ঘুম ধরে না। সে এখন অসুখী জীবনযাপন করে।
গরিব শ্রেণির চেয়ে ধনী শ্রেণির চাহিদা থাকে অনেক বেশি। তারা তুলনা করে অপরের সঙ্গে, নিজেদের অনেক কিছু থেকেও অসুখী ভাবে। তারা চায় যত সম্পদ তারাই করুক আর অন্যরা না করুক। তাদের আকাশচুম্বী আশা বয়ে আনে হতাশা। তারা হয় অসুখী। অনেক থাকতে আরও অনেক চাওয়া-এটা অনেকের মুদ্রাদোষ, যা তাদের অসুখী করে তোলে। কিছু মানুষ আছে, যাদের যে যোগ্যতা নেই, ক্ষমতা হাতে পেলে তার অসদ্ব্যবহার করে। তারা ধরাকে সরাজ্ঞান ভাবে। তারা অনেক সময় কী করতে হবে আর কী করতে হবে না, তা বোঝে না। এ জাতীয় লোক অসুখী থাকে।
মনে রাখতে হবে, নিজেকে অসুখী ভাবা মানে নিজেকে নিজেই কষ্ট দেওয়া। আপনার যা আছে, তা-ই নিয়েই সুখে থাকুন। মনে রাখবেন, আপনার চেয়ে ভালো পজিশনে যেমন লোক রয়েছে, তেমনি আপনার চেয়ে খারাপ পজিশনেও লোক থাকতে পারে। এমনও লোক আছে, তিনবেলা পেটটা ভরে পায় না খেতে। আবার এমনও লোক আছে, কত খাবার না খেয়ে নষ্ট করে।
শরীর যদি সুস্থ থাকে, মাথার ওপর ছাদ থাকে আর পেটে দু’মুঠো ভাত থাকে, তবে আপনার মতো সুখী কে আর হতে পারে? কিছু লোক আছে, যারা অনেক বেশি গল্প করে। এটা করে এরা মজা পায়। এদের এই মিথ্যা গল্পে যারা দুঃখ করে মন খারাপ করে নিজেদের অসুখী মনে করে, এদের মতো বোকা আর কেউ নেই পৃথিবীতে। আসলে সুখ মনের ব্যাপার, কোনো কিছু নিয়ে দুঃখ করার কিছু নেই। অপর ব্যক্তি যে খুব সুখী, তা ভাবাও ঠিক নয়। কারণ, সে হতে পারে আপনার চেয়েও অসুখী।
 

কমেন্ট বক্স