Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না জেতা নিয়ে ব্যাখ্যা দিলো ফ্রান্স ফুটবল

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না জেতা নিয়ে ব্যাখ্যা দিলো ফ্রান্স ফুটবল ছবি : সংগৃহীত
রদ্রির ব্যালন ডি অর পাওয়ায় আর ভিনিসিয়ুসের না পাওয়ায় দু’ভাগে বিভক্ত ফুটবল বিশ্ব। চটেছে রিয়াল মাদ্রিদ, ব্রাজিল। সমালোচনা করেছেন সাবেকরা। আবার সাবেকদের কেউ কেউ রদ্রির প্রশংসা করেছেন। বিতর্কের মাঝেই পুরস্কারের ব্যাখ্যা দিয়েছেন ফ্রান্স ফুটবলের এডিটর ইন চিফ। খবর গোলডটকম 

‘প্রয়োজনে আমি দশগুন করবো, তবে তারা প্রস্তুত নয়’- এক্সে ভিনিসিউস জুনিয়রের এমন মন্তব্য হুট করে দেখলে অনেকেই আকাশ থেকে পড়বে। তবে প্রথম বাক্যে পারফরম্যান্স আর দ্বিতীয় বাক্যে ব্যালন ডি’অর যোগ করে দিলে পুরো বিষয়টা পরিস্কার হবে।

আবার রিয়াল মাদ্রিদের বিবৃতি দেখলে মনে হবে প্রথম বাক্যে বর্ণবাদ বিরোধী প্রতিবাদ ও দ্বিতীয় বাক্যে ফুটবল বিশ্ব যোগ করে দিলেও চলবে। যে কারণে লস ব্লাঙ্কোস রীতিমত বয়কট করেছে এবারের ব্যালন ডি’অর।

কঠিন সময়ে নিজ দেশ ব্রাজিলকেও পাশে পেয়েছেন নাম্বার সেভেন। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় ভিনিকে স্বান্তনা জানিয়েছে।

ব্রাজিলের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, তুমি ফুটবল বিশ্বে নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করেছো এবং ইতোমধ্যে ইতিহাস গড়েছো। সেটা শুধু পারফরম্যান্সের জন্যই নয় বর্ণবাদের বিরুদ্ধে অক্লান্ত লড়াইয়ের জন্যও।

সমালোচনার ঝড় উঠেছে রিয়াল তারকা আর ব্রাজিলিয়ানদের মাঝেও।

ব্রাজিলের ফুটবল গ্রেট রিভালদো বলেন, আমার মতে সে সময়ের সেরা ফুটবলার, আমি জানি না কিসের ভিত্তিতে ও কম ভোট পেলো।

রিয়াল মাদ্রিদের ফুটবলার অ চুয়ামেনি বলেন, তুমি যা অর্জন করেছো তা তোমার কাছ থেকে কেউই কেড়ে নিতে পারবে না বন্ধু। আমরা সবাই জানি তোমাকে দেয়ার জন্য ওরা প্রস্তুত নয়।

মুদ্রার উল্টো পিঠে রদ্রিকে ব্যালন ডি’অর জয়ী দেখে খুশি হওয়াদের সংখ্যাটাও নেহায়েত কম নয়।

ম্যানসিটি ফুটবলার ইলকায় গুন্দোয়ান বলেন, আজ থেকে সে আর আন্ডার রেটেড কোনো ফুটবলার নয়। দারুন অর্জনের জন্য তাকে অভিনন্দন।

আর্জেন্টিনার সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো বলেন, রিয়াল মাদ্রিদকে খুশি করার জন্য ব্যালন ডি’অর দেয়া হয়না। নিঃসন্দেহে এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার রদ্রি।

এদিকে ব্যালন ডি’অরের আয়োজক, ফ্রান্স ফুটবলের এডিটর ইন চিফ ভিনসেন্ট গার্সিয়া ভিনির পুরস্কার না জেতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে ম্যানসিটি বা রিয়াল মাদ্রিদের কেউ আগে থেকে জানত না, হয়তো তাদের একটি ধারণা ছিল। ভিনিসিয়ুস জুড বেলিংহ্যাম এবং দানি কারভাহালের টপ ৫-এ থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি আরও বলেন, রিয়াল মাদ্রিদ আমার ওপর চাপ দিয়েছিল জানতে চাওয়ার জন্য যে ভিনি জিতেছে কিনা এবং হয়তো আমার নীরবতাই তাদের ভাবিয়েছে যে ভিনি হেরে গেছে, তাই তারা উপস্থিত হয়নি। আমি এতে খুবই হতাশ, কিন্তু আমি সারারাত এ নিয়ে কথা বলতে চাই না, আমি আমাদের বিজয়ী রদ্রির সম্পর্কে কথা বলতে চাই। প্রতিটি ফেভারিট ক্লাবই ফলাফল জানার জন্য চাপ দিয়েছিল, কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছিলাম, এবার বিজয়ীকে আগে জানানো হবে না।

ঠিকানা/এএস

কমেন্ট বক্স