Thikana News
০৮ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

রামপুরায় ছুরিকাঘাতে লেগুনা চালকের মৃত্যু

রামপুরায় ছুরিকাঘাতে লেগুনা চালকের মৃত্যু ছবি : সংগৃহীত
রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে হাসান হাওলাদার (২২) নামে এক লেগুনা চালক মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছে অপর লেগুনা চালক নুরে আলম (২৩)। ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাত সোয়া ১০টার দিকে তাদেরকে দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

আহত নুরে আলম জানান, আমি আর হাসান রামপুরা বনশ্রী হইতে খিলগাঁও মাদারটেক লেগুনা চালাই। বেশ কয়েক দিন ধরে ইমন সহ বেশ কয়েকজন লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা দাবি কর আসছিল। ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাতে ইমন সহ কয়েকজন রামপুরা ব্রীজের পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা নেওয়া চেষ্টা করলে আমরা বাধা দেই। এই সময় তারা হাসানকে ছুরিকাঘাত করে। আমি বাধা দিলে আমাকেও ছুরিকাঘাতে করে তারা পালিয়ে যায়। পরে হাসানকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরা থেকে ওই যুবককে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান ছুরিকাঘাত করা হয়েছে। তার পেটে সহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত রয়েছে। এছাড়া আহত নুরে আলমের পেটের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরী বিভাগে চিকিৎসাধীন আছে। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স