Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

বর্ষসেরা উদীয়মান হিসেবে বিস্ময়বালক ইয়ামালের রেকর্ড!

বর্ষসেরা উদীয়মান হিসেবে বিস্ময়বালক ইয়ামালের রেকর্ড! ব্যালন ডি’অর নাইটে কোপা ট্রফি জয়ী লামিনে ইয়ামাল। ছবি : ফ্রান্স ফুটবল
ব্যালন ডি’অরে প্রতিবছর একটি পুরস্কার দেওয়া হয়—কোপা অ্যাওয়ার্ড। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় এই শিরোপা। অনূর্ধ্ব-২১ বছরের ফুটবলাররা পান এই শিরোপা। তবে, লামিনে ইয়ামাল অপেক্ষা করলেন না ২১ বছরের জন্য। ১৭ বছরেই নিজের করে নিলেন শিরোপা।

২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফুটবলের এই বিস্ময়বালক। ১৬ বছরেই জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। জাতীয় দলের পাশাপাশি ইয়ামাল উজ্জ্বল ক্লাবেও। চলতি সপ্তাহেই লা লিগায় এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছেন মাদ্রিদের মাঠেই।

ব্যালন ডি’অর কর্তৃপক্ষের তাই দ্বিতীয়বার ভাবতে হয়নি সেরা উদীয়মানকে বেছে নিতে। কুঁড়ি থেকে ফুল হওয়ার আগেই যে সুবাস ছড়াচ্ছেন ইয়ামাল, তাকে সম্মানিত না করে উপায় কিসে!

একের পর এক রেকর্ড, নিজেকেই নিজে ছাড়িয়ে যাওয়া, ভয়হীন ফুটবলে ইয়ামোল হয়ে উঠেছেন তারুণ্যের প্রতীক। যারা হারতে জানে না, সাহস বুকে এগিয়ে চলে। কোপা ট্রফি যে পথচলার গতি বাড়িয়ে দেবে আরও অনেক বেশি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স