এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২৮০ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৯৭ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৫৮ হাজার ১০৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ২৮ অক্টোবর (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি সপ্তাগে ৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। দুই হাজার ২৪৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত তিনজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদের মধ্যে দুজনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৬৬ থেকে ৭০ বছরের মধ্যে।
ঠিকানা/এএস