ছয় মাসের মাথায় পদত্যাগ করেছেন পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন। চলতি বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৮ অক্টোবর (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার সাম্প্রতিক ঘটনা নিয়ে হতাশ ছিলেন। ২৭ অক্টোবর (রবিবার) প্রথমে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করে পিসিবি। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক ও ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান।
ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে, দল ও অধিনায়ক নির্বাচন নিয়ে কারস্টেন নিজের মতামত দিতে চেয়েছিলেন। কিন্তু পিসিবি তার কোনো মতামত না নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করে দল ও অধিনায়ক নির্বাচন করেছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চার মাসেরও কম সময় বাকি। কারস্টেন কোচের পদ ছাড়ায় ঘরের মাঠে এই টুর্নামেন্টের আগে বাড়তি ঝামেলায় পড়তে হলো পিসিবিকে। বাধ্য হয়েই এখন সীমিত ওভারের ক্রিকেটের জন্য নতুন হেড কোচ খুঁজতে হবে পিসিবিকে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের আসন্ন সফরে কারস্টেনের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।
ঠিকানা/এএস