রাজনৈতিক ও সাংবিধানিক শূন্যতা তৈরি না করতে ইউনূস সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়া যাবে না। দেশে কোন ধরণের সাংবিধানিক শূন্যতা তৈরি করা যাবে না। ২৮ অক্টোবর (সোমবার) দুপুরে রাজধানীর লালবাগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচি ও জনসভায় রিজভী আহমেদ বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। দেশে রাজনৈতিক ও সাংবিধানিক শূন্যতা তৈরি করা যাবে না।
অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা এখন কতটা সেই জরিপ করারও আহবান জানান রিজভী আহমেদ। প্রশ্ন তোলেন, ইউনূস সরকারের আমলে কেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে? সেই সংস্কার আগে করতে হবে।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও জানান, পলাতক ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নুর তাপস পুরান ঢাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষার সামগ্রি বাইরে বিক্রি করে দিয়ে নিজের সম্পদের সাম্রাজ্য গড়েছেন। তাই ডেঙ্গুর মত মহামারী ঠেকাতে ব্যর্থ হচ্ছে সিটি করপোরেশন।
রিজভী জানান, শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও বসে নেই। তাই ডানে-বামে সব দিকে তাকিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে জনগণের করের টাকা লুটপাট করেছে। তাদের উন্নয়ন কাগজে-কলমে জাল। বিএনপির কাছে প্রতিটি মানুষের জীবন গুরুত্বপূর্ণ। জনগণ অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না।
ঠিকানা/এএস