Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ঢাবির শামসুন্নাহার হল ছাত্রলীগের সভাপতি ঊর্মিসহ গ্রেপ্তার ২

ঢাবির শামসুন্নাহার হল ছাত্রলীগের সভাপতি ঊর্মিসহ গ্রেপ্তার ২ ছবি সংগৃহীত



 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরজন হলেন ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকার।

রোববার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদিজার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া রাকিবের বিরুদ্ধে মামলা রয়েছে।

এর আগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মী রয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স