Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ নেতার বিরুদ্ধে মামলার আবেদন

সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ নেতার বিরুদ্ধে মামলার আবেদন ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হামলার ঘটনায় সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ নেতার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সমন্বয়ক আরমান হোসাইন। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগ থানায় এই আবেদন করা হয়।

মামলায় ২২০ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নাম উল্লেখ রয়েছে।

মামলা-পরবর্তী শাহবাগ থানার সামনে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সমন্বয়ক আব্দুল কাদের, রিফাত রশীদ, হামজা মাহবুব, মোহাম্মদ মহিউদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে আরমান হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নির্মম হামলা ও আঘাত করেছে। গত ২১ তারিখে একটি মামলা হয়েছে, সেখানে কিছু আসামি বাদ পড়ে, কিছু মূল হোতা বাদ পড়ে। এ ছাড়া প্রত্যেক হলে হলে যারা কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দিয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘অভিযোগ পেয়েছি, মামলার বিষয় প্রক্রিয়াধীন।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স