Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


লঙ্কা প্রিমিয়ার লিগ

অভিষেকেই হৃদয়ের ফিফটিতে জিতল জাফনা

অভিষেকেই হৃদয়ের ফিফটিতে জিতল জাফনা ছবি সংগৃহীত



 
প্রথমবার ভিনদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে প্রথম ম্যাচে ফিফটি করে ম্যাচ জেতালেন তাওহিদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ৩৯ বলে ৫৪ রান করে জাফনা কিংসকে ১৭৩ রান এনে দেন হৃদয়। পরে বাবর আজমদের কলম্বো স্ট্রাইকার্সকে ১৫২ রানে আটকে দিয়ে ২১ রানে ম্যাচ জিতে নেয় গতবারের চ্যাম্পিয়নরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে জাফনা। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৩ রান তুললেও দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও নিশান মাদুশকাকে হারায় তারা।
৪ নম্বরে ব্যাট করতে নামেন হৃদয়। তিনি উইকেটে আসার খানিক পরই আউট হয়ে ফেরেন চারিত আসালাঙ্কাও। হৃদয়ের ওপর ভার পড়ে ইনিংস গঠন করে দলকে লড়াই করার মতো রান এনে দেওয়ার। সে কাজটা তিনি ভালোভাবেই করেছেন। আসালাঙ্কার সঙ্গে তৃতীয় উইকেটে ২৪ রানের পর প্রিয়ামল পেরেরার সঙ্গে চতুর্থ উইকেটজুটিতে তোলেন ৪১ রান। এরপর পঞ্চম উইকেটে দিমুথ ভেলালেগেকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি।

চামিকা করুনারত্নের বলে নাসিম শাহকে ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ৪টি চার ও ১টি ছয়ে হৃদয় করেন ৫৪ রান। জাফনার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস এটাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ২৫ রান করেন ভেলালাগে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স