চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোর ভোটের খরা মেটাতে মসজিদের মাইকে ভোটার ডাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ৩০ জুলাই রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নগরীর পাঁচলাইশ থানাধীন বাদুরতলা জঙ্গী শাহ মাজার মসজিদের মাইক থেকে সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ভোটারদের ভোট দিতে যাওয়ার এই আহ্বান শোনা যায়। এ সময় মাইকে বলা হয়, 'সম্মানিত এলাকাবাসী, আপনাদের মূল্যবান ভোটটি কেন্দ্রে গিয়ে দিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি।’
এই নির্বাচনে দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের নগণ্য উপস্থিতি দেখা যায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের তৎপরতা না থাকলেও ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির জন্য তৎপর ছিলেন নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা।
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।
ঠিকানা/এনআই