Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

যমজ সন্তানের বাবা হলেন আফিফ হোসেন

যমজ সন্তানের বাবা হলেন আফিফ হোসেন আফিফ হোসেন ও তার সহধর্মীণী। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সুখবর দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। এক পোস্টে তিনি জানিয়েছেন যমজ কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে আফিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, আমরা দুটি সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে। আমরা আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু করার পথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!💕’

আফিফ হোসেন অবশ্য অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছে। সবশেষ দেশের হয়ে নিউজিল্যান্ড সিরিজে দেখা গিয়েছিল তাকে। তবে পারফরম্যান্সের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন তিনি। তবে আশা করা হচ্ছে আসন্ন বিপিএল দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন এই মিডল অর্ডার ব্যাটার।


ঠিকানা/এএস 

কমেন্ট বক্স