নারী বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটি আজ রোববার ২-১ গোলে হারিয়ে দিয়েছে র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২৩ ধাপ এগোনো দুবারের চ্যাম্পিয়ন জার্মানিকে।
সিডনির আলিয়াঞ্জ স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে ক্যান্সারজয়ী লিন্ডা কায়েসেদোর গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরানো জার্মানি ভেবেছিল অন্তত এক পয়েন্ট পেতে যাচ্ছে তারা। কিন্তু লম্বা ইনজুরি টাইমের ৭ মিনিটে হেডে গোল করে বিস্ময়ের জন্ম দেন ম্যানিয়েলা ভ্যানেগাস।
দুই খেলায় দ্বিতীয় জয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে উঠল কলম্বিয়া। শেষ ম্যাচ তাদের মরক্কোর সঙ্গে, যারা আজ দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। জার্মানির শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার সঙ্গে।
ঠিকানা/এনআই