Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

জার্মানিকে হারিয়ে নারী বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন কলম্বিয়ার

জার্মানিকে হারিয়ে নারী বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন কলম্বিয়ার ছবি সংগৃহীত
নারী বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটি আজ রোববার ২-১ গোলে হারিয়ে দিয়েছে র‌্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২৩ ধাপ এগোনো দুবারের চ্যাম্পিয়ন জার্মানিকে।

সিডনির আলিয়াঞ্জ স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে ক্যান্সারজয়ী লিন্ডা কায়েসেদোর গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরানো জার্মানি ভেবেছিল অন্তত এক পয়েন্ট পেতে যাচ্ছে তারা। কিন্তু লম্বা ইনজুরি টাইমের ৭ মিনিটে হেডে গোল করে বিস্ময়ের জন্ম দেন ম্যানিয়েলা ভ্যানেগাস।

দুই খেলায় দ্বিতীয় জয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে উঠল কলম্বিয়া। শেষ ম্যাচ তাদের মরক্কোর সঙ্গে, যারা আজ দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। জার্মানির শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স