Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ছবি সংগৃহীত
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের প্রতিপক্ষ পেয়ে গেছে বাংলাদেশ। ২৭ অক্টোবর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পিটার বাটলারের দল মুখোমুখি হবে ভুটানের। অন্য সেমিতে লড়বে স্বাগতিক নেপাল ও ভারত।

পাকিস্তানের সঙ্গে ড্রয়ের পর ভারতকে ৩-১ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিতে নাম লেখায় বাংলাদেশ।

বর্তমান চ্যাম্পিয়নদের পেছনে থেকে শেষ চারে পৌঁছায় ভারত। অন্য গ্রুপে শেষ রাউন্ডে নিশ্চিত হয়েছে দুই সেমিফাইনালিস্ট।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দশরথ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১৩-০ গোলে উড়িয়ে দেয় ভুটান। তাতে তিন ম্যাচে ৭ পয়েন্ট হয় তাদের৷ গোল ব্যবধান হয় ১৬।

গ্রুপসেরা হতে স্বাগতিক নেপালকে তাই শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হতো অন্তত ৬-০ গোলে। সাবিত্রা ভাণ্ডারিরা সেটাই করেছেন। ৬ গোলে জিতেই সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়ে সেমিতে পা রাখল নেপাল।

গত আসরের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেবার ৮-০ গোলে জিতেছিলেন সাবিনা। এবার অবশ্য ভুটান কঠিন পরীক্ষা নিতে পারে বাংলাদেশের। গ্রুপের তিন ম্যাচে তারা গোল করেছে ১৭টি, হজম করেছে মাত্র একটি। তাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচেরই আশা করা হচ্ছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স