Thikana News
২৬ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

হঠাৎ ফেসবুক লাইভে জাহাঙ্গীর কবির নানক

হঠাৎ ফেসবুক লাইভে জাহাঙ্গীর কবির নানক ছবি সংগৃহীত
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে হঠাৎ করেই ফেসবুক লাইভে আসেন।

ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার ‘ফ্যাসিস্ট’ সরকারের নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা সংবিধান অনুযায়ী, সশরীরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে লিখিত পদত্যাগপত্র দেননি। তার মানে তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর মুহাম্মদ ইউনূসের সরকার অবৈধ।

তার মতে, সরকার অবৈধ, তাই ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার তাদের নেই। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য দাবি করেন, আওয়ামী লীগ কখনো কাউকে মারেনি, নিপীড়ন করেনি। ষড়যন্ত্র করে শেখ হাসিনার ওপর হত্যার দায় চাপিয়ে জনগণকে ভুল বোঝানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশে এখন ফ্যাসিস্ট শাসন চালু হয়েছে।’

প্রায় ১১ মিনিটের ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ‘কিশোর গ্যাং’ থেকে এসেছেন বলে মন্তব্য করেছেন নানক। তিনি বলেন, ‘হিজবুত তাহরীর, জামায়াত শিবিরসহ জঙ্গিরা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়েছিল।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স