Thikana News
০৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বিসিবির বিশেষ সম্মাননা পেলেন ৩ ক্রিকেটার  

বিসিবির বিশেষ সম্মাননা পেলেন ৩ ক্রিকেটার  
মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। এই ম্যাচে মাইলফলক স্পর্শ করেন দুই দলের তিন ক্রিকেটার। ম্যাচ শেষে সেই তিন ক্রিকেটারকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর টেস্টের প্রথম দিনে ৩ উইকেটের মাইলফলক স্পর্শ করেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। সেইসঙ্গে রেকর্ডও গড়েন তিনি। সবচেয়ে কম বল করে তিনশ উইকেট পূর্ণ করেন এই প্রোটিয়া পেসার। 

দ্বিতীয় দিনে এসে সাদা পোশাকের ক্রিকেটে ২০০ উইকেট পূর্ণ করেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশের হয়ে টেস্টে এর আগে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব আল হাসান। আর টেস্টের তৃতীয় দিনে এসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করেছিলেন মুশফিকুর রহিম।

ম্যাচ শেষে এই তিন ক্রিকেটারকে বিসিবির পক্ষে থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিসিবির পক্ষ থেকে রাবাদার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তাইজুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন বর্তমান নির্বাচক ও ক্রিকেটার আব্দুর রাজ্জাক। আর মুশফিকুর রহিমের হাতে সম্মাননা তুলে দেন সাবেক অধিনায়ক ও বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।   

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স