ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কল্যাণ তহবিলে প্রদানের জন্য ১ কোটি টাকার চেক নিয়ে ঢাকায় যাচ্ছেন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) কর্মকর্তারা। গত ১৬ অক্টোবর বুধবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এবিসিসিআই’র চেয়ারম্যান ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ আরো জানান, ঢাকায় শেরাটন হোটেলে আগামী ২৩ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিতব্য ‘বিজনেস নেটওয়ার্কিং ডিনার’-এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে এ চেক প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে পাঁচ বছর মেয়াদি ২১ সদস্যের একটি নির্বাহী কমিটির কর্মকর্তাদের তালিকাও প্রকাশ করা হয়। এতে রয়েছেন চেয়ারম্যান গিয়াস আহমেদ, প্রেসিডেন্ট আসেফ বারি টুটুল, সেক্রেটারি ফাহাদ সোলায়মান, ট্রেজারার বিলাল চৌধুরী। এ সময় ঘোষিত পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের নামও জানানো হয়। তার মধ্যে আছেন হাসানুজ্জামান হাসান, আহমদুল কবির বার ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আজিজ আহমেদ, চ্যান্সেলর আবু হানিপ, অ্যাটর্নি মঈন চৌধুরী, জাকারিয়া মাসুদ জিকু, ফখরুল ইসলাম দেলোয়ার, সিআইপি কাদের শিশির, জাহিদ মিন্টু, এ কে এম ফজলুল হক, আকিব হোসেন, মো. খলিলুর রহমান প্রমুখ।
এ সময় এবিসিসিআইর নবগঠিত চেয়ারম্যান গিয়াস আহমেদ আরও জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যিক সম্পর্ক জোরদার কল্পে এ সংগঠন সরব থাকবে।
গিয়াস আহমেদ ঠিকানাকে জানান, ২৩ ডিসেম্বর ঢাকায় এবিসিসিআই’র একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। এই কমিটি এবিসিসিআই’র মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে কাজ করবে। বাংলাদেশের ব্যবসায়ীরা চাইলে যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। এ ব্যাপারে কোথায় কী সুযোগ-সুবিধা বা সম্ভাবনা আছে তা এবিসিসিআই’র মাধ্যমে জানা যাবে।