Thikana News
২৪ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

‘দানা’র কবলে ঢাকা টেস্ট, স্বস্তি নিয়েই তৃতীয় দিন পার বাংলাদেশের

‘দানা’র কবলে ঢাকা টেস্ট, স্বস্তি নিয়েই তৃতীয় দিন পার বাংলাদেশের
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নিয়েছে। যার ফলে ২৩ অক্টোবর (বুধবার) সারাদিনই ছিল বৃষ্টির ঘনঘটা। সারাদেশের মতো মিরপুরেই বার বার গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলে। 

বৃষ্টির সঙ্গে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামলে এদিন লড়ে গেলেন মেহেদী হাসান মিরাজ-জাকের আলী অনিক। এই দুই জনের সপ্তম উইকেটের জুটিতে আসা ১৩৮ রান ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে শত রানের লিডের পথে এগিয়ে দেয় স্বাগতিকদের। 

তবে ম্যাচের মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টি বাধায় দ্বিতীয় সেশনের অনেকটা সময় খেলা বন্ধ থাকার পর তৃতীয় তথা শেষ সেশনে ৫ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা সমাপ্তির ঘোষণা দেয়া হয়েছে। 

দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৮৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৮১ রানের। ১৭১ বলে ৮৭ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

অন্যপ্রান্তে নাইম হাসান ২৮ বলে ১৬ রানে টিকে আছেন। ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) চতুর্থ দিনে ১৫ মিনিট এগিয়ে ৯ টা ৪৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা রয়েছে। যদিও আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮
বাংলাদেশ ২য় ইনিংস: ৮৫ ওভারে ২৮৩/৭


ঠিকানা/এএস 

কমেন্ট বক্স